B.Ed (Bachelor of Education) শিক্ষা বিষয়ে স্নাতক ডিগ্রীর নামই হলো বিএড।শিক্ষাকতাকে পেশা হিসেবে যারা গ্রহন করতে চান ও যারা এ পেশায় জড়িত তাদের জন্যই এই কোর্স।বাংলাদেশের সকল সরকারি/বেসরকারী স্কুল - কলেজে এ ডিগ্রীধারীদের ২য় শ্রেণীর স্কেলে বেতন প্রদান করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়েরর নিন্মোক্ত কোর্সগুলো বিভিন্ন টিচার্স ট্রেনিং কলেজের মাধ্যমে পাঠদান করানো হয়।
1. B. Ed (one year), under National University
2. M. Ed (one year) under National University
3. B. Ed (Hon’s), 04 years course under National University
ভর্তি যোগ্যতা :
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত শর্ত সাপেক্ষ ভর্তি করানো হয়। সাধারণত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলে জিপিএ চতুর্থ বিষয়সহ ২.৫ করে মোট ৫.০০ পয়েন্ট থাকলে এ কোর্সের জন্য বিজ্ঞান, বাণিজ্য, মানবিক সকল শাখার শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে। ২০১৫ সাল হতে এ কোর্সে জিপিএ স্কোরের ভিত্তিতে ভর্তি নেয়া হচ্ছে।
যা পড়ানো হয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের সব সরকারি-বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে সাধারণত যেসব বিষয় পড়ানো হয় তা হচ্ছে শিক্ষণ দক্ষতা, মাধ্যমিক শিক্ষা, শিক্ষাক্রম ও শিশুর ক্রমবিকাশ, শিখন, মূল্য যাচাই ও প্রতিফলনমূলক অনুশীলন, মৌলিক কম্পিউটার দক্ষতা এবং কর্মসহায়ক গবেষণা ইত্যাদি। এ ছাড়া বাংলা, ব্যবসায় শিক্ষা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান, ধর্ম শিক্ষা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি ও তথ্য যোগাযোগপ্রযুক্তিসহ অন্যান্য বিষয়ও পড়ানো হয়।
উচ্চ শিক্ষার সুযোগ -সুবিধা :
শিক্ষা ক্ষেত্রে উন্নত বিশ্বে উচ্চ শিক্ষার সুবিধা অনেক বেশি। প্রত্যেক বছর শিক্ষার্থীদের বিরাট একটা অংশ বৃত্তি নিয়ে উন্নত দেশে পড়াশুনা করতে যায়। এ ক্ষেত্রে অষ্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, যুক্তরাজ্য, জাপান, নিউজিল্যান্ড, ফিলিপাইন ও ভারতের নাম উল্লেখ যোগ্য। পৃথিবীর বিভিন্ন দেশে শিক্ষা বিজ্ঞান বিষয়ক বিভাগ, অনুষদ, ইনস্টিটিউট এমনকি বিশ্ববিদ্যালয় রয়েছে। সেখানে বৃত্তি নিয়ে পড়ার সুযোগ রয়েছে। মূলত বৃত্তির বিষয়টা শিক্ষার্থীর চেষ্টার উপর নির্ভর করে।
উন্নত দেশে যেসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষায় বৃত্তি দিয়ে থাকে এ গুলোর মাঝে রয়েছে- মোনাস ইউনিভার্সিটি; অস্ট্রেলিয়া, নরোজিয়ান ইউনিভার্সিটি অব লাইফ সাইন্স; নরওয়ে, জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি; যুক্তরাষ্ট্র, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি; কানাডা, কলোম্বিয়া ইউনিভার্সিটি; যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের নামি দামী বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ রয়েছে।
ক্যারিয়ার প্রসপেক্টাস :
বিএড নিয়ে অনার্স পড়ার পর একজন শিক্ষার্থী যেসব ক্ষেত্রে জব করার সুযোগ পায় তা নিন্মরূপ:
- বিসিএস
- বিসিএস(শিক্ষা)
- শিক্ষা মন্ত্রণালয়
- শিক্ষা বোর্ড
- জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড
- শিক্ষা অধিদফতর
- টিচার্স ট্রেনিং কলেজ
আর বেসরকারী ক্ষেত্রে :
বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক এনজিও সমূহ তাদের শিক্ষামূলক কার্যক্রম পরিচালনায় বিএড ও এমএড কোর্স সম্পন্ন দক্ষ জনশক্তি চায়।যার মধ্যে
- save the children
- US-Aid
- AUS-Aid
- UNESCO
- UNECEF
- BRAC
- প্রশিকা
ইত্যাদি উল্ল্যেখযোগ্য।
এনইউ অধিভুক্ত যেসকল কলেজে পড়ানো হয় :
নিন্মোক্ত ১১ টি টিচার্স ট্রেনিং কলেজে জাঃ বিশ্বঃ এর অধীনে ০৪ বছর মেয়াদী বি.এড(অনার্স) পড়ানো হয়।
- সরকারী টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা - আসন ১১০ টি;
- সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (মহিলা), ময়মনসিংহ;
- সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ময়মনসিংহ -আসন ১০০ টি;
- সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফরিদপুর - আসন ৫০ টি;
- সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, কুমিল্লা - আসন ১০০ টি;
- সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট - আসন ১০০ টি;
- সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী - আসন ৭৫ টি ;
- সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর - আসন ১০০ টি;
- সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, খুলনা - আসন ৫০ টি;
- সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, যশোর - আসন ৫০টি;
- শহীদ আব্দুর রব সেরানিয়াবাদ টিচার্স ট্রেনিং কলেজ, বরিশাল - আসন ৫০ টি;