শিরোনাম
শিক্ষক পরিষদের আনন্দভ্রমণ
বিস্তারিত
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা এর শিক্ষক পরিষদের আয়োজনে ৩-৫ অক্টোবর, ২০২৪ এক আনন্দ ভ্রমণে আমরা সুনামগঞ্জের তাহিরপুরের আনোয়ারপুর ঘাট হতে হাউজবোট ফ্যালকনের মাধ্যমে হাওর ভ্রমণে প্রথমে বলাই নদীর পাশ ঘেষে হিজল বনে ওয়াচ টাওয়ার পরিদর্শন ও হিজল বনে গোসল শেষে বিকেলে লাকমা ছড়া (মেঘালয়ের লাকমা ঝর্ণা হতে বাংলাদেশের সমতলে নেমে আসা পানির প্রবাহ), নীলাদ্রি লেক ও টেকেরহাট (বন্দর ও ভারত বাংলাদেশের সীমান্তবর্তী একটি বাজার) ভ্রমণ করি।
এখানে মেঘালয়ের পাহাড় সংলগ্ন টাঙ্গুয়ার হাওরে শতাধিক হাউজবোট একত্রে রাত্রিযাপন একটি ভাসমান শহরের রুপ নিয়েছিল। পরেরদিন আমরা শিমুল বাগান, বারিক্কাটিলা ও যাদুকাটা নদী এবং সবশেষে যাদুকাটা নদীর তীরের লালবালুতে হাটাহাটি শেষে বিকেলে আনোয়ারপুর ঘাটে এসে ভ্রমণ সমাপ্ত করি।
টাঙ্গুয়ার হাওর ভ্রমণে সম্মানিত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয় এবং ভ্রমণ কমিটির আহবায়ক ড. শেখ শাহবাজ রিয়াদ, সদস্য ইসমত জাহান ও জেসমিন নাহার এবং শিক্ষক পরিষদের অর্থ সম্পাদক নাসিমা আক্তারের আন্তরিকতা ও চমৎকার ব্যবস্থাপনায় ভ্রমণ সফল হয়েছে। শিক্ষক পরিষদের অন্যান্য সহকর্মী ও আমন্ত্রিত মেহমানদের অঅংশগ্রহণে আমাদের এ আনন্দভ্রমণ পূর্ণতা পেয়েছে। শিক্ষক পরিষদের সম্পাদক হিসেবে ভ্রমণ সফল পরিসমাপ্তিতে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।