Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
বাংলা নববর্ষ ১৪২৫ ও পিঠা উৎসব উদযাপন
Details

গেল ৭ মে ২০১৮ বাংলা নববর্ষ ১৪২৫ ও পিঠা উৎসব উদযাপিত হলো সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ঢাকাতে। সকাল ১০ টায় কলেজ অডিটরিয়াম শুরু হয় মূল অনুষ্ঠান। শিক্ষক ও শিক্ষার্থীরা এতে গান, আবৃত্তি ও নৃত্যে অংশ নেন। তারপর কলেজের সুযোগ্য অধ্যক্ষ কানিজ সৈয়েদা বেন্তে সাবাহ্'র নেতৃত্বে শিক্ষকরা বিভিন্ন কোর্স ও বর্ষের  স্টলগুলো ঘুরে দেখেন। প্রত্যেকটি শ্রেণিকক্ষই মনোরম সাজে সজ্জিত হয়েছিল। শিক্ষার্থীরা নগর জীবন থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন পিঠা এতে উপস্থাপন করেন। উৎসবের আয়োজন কমিটির অাহ্বায়ক কলেজের উপাধ্যক্ষ মমতাজ সাহানারা'র ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করেন।

Images
Attachments
Publish Date
08/05/2018
Archieve Date
30/06/2018


Location of TTC, Dhaka

 

বিস্তারিত