১৬ জুলাই ২০২৪ খ্রি. সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ঢাকায় সংঘটিত অপ্রীতিকর ঘটনার তদন্ত কমিটির
সাক্ষ্য গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি
গত সোমবার ১৬/০৭/২০২৪ খ্রি. বিকালে বেশ কিছুসংখ্যক বহিরাগত শিক্ষার্থী দেশীয় লাঠিসোঁটা নিয়ে মেইন গেইটের দেয়াল ভেঙ্গে কলেজ ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করে বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। এ ঘটনায় রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ এবং ক্যাম্পাসের নিরাপত্তা রক্ষার্থে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে সুস্পষ্ট সুপারিশমালাসহ প্রতিবেদন দাখিলের নিমিত্ত সূত্র: টিটিকঢা/ কমিটি-৪৭/ ২০২৪/ ২৪৫২, তারিখ: ১৭/০৭/২০২৪ মোতাবেক কমিটি গঠন করা হয়।
২. কমিটি আগামী ২১ জুলাই ২০২৪ খ্রি, সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কলেজের ১২১ নং কক্ষে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করবে। কলেজের সকল সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী, কর্মচারী ও আবাসিক এলাকার বাসিন্দাদের উল্লিখিত স্থান ও সময়ে উপস্থিতি থেকে সাক্ষ্য প্রদানের জন্য অনুরোধ করা হলো।
৩. কলেজের নিরাপত্তা উন্নয়নে কোনো সুপারিশ থাকলে উল্লিখিত সময় ও স্থানে এসে কমিটিকে অবগত করার জন্য অনুরোধ হচ্ছে।
৪. কেউ অনলাইলে সাক্ষ্য প্রদান অথবা ঘটনার সময়কালের স্থির অথবা চলমান চিত্র (ভিডিও) ইমেলে প্রদান করতে চাইলে নিম্নের ইমেইলে প্রদান করতে পারেন।
onushtup@gmail.com
আপনাদের সহযোগিতা কামনা করছি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস